দিল্লিতে অমিত শাহের কার্যালয়ের বাইরে বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বিজেপি শাসিত ত্রিপুরায় দলীয় নেতাদের ওপর হামলার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বাক্ষাৎ চেয়েও পাননি তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতারা। এর প্রতিবাদে দিল্লিতে অমিত শাহের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছেন তৃণমূলের বেশ কয়েক জন আইনপ্রণেতা।
ত্রিপুরায় বারবার সহিংসতার নজিরের অভিযোগ এনে তৃণমূল বিষয়টি দিল্লিতে তোলার সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সাক্ষাৎ চায়। তবে তাদের স্বাক্ষাৎ দিতে অস্বীকৃতি জানান তিনি। রবিবার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। তার বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জনসভায় হট্টগোল ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। তাকে আগরতলা থানায় জিজ্ঞাসাবাদের সময় বিজেপি সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এ সময় সায়নীর সঙ্গে তৃণমূলের অন্য নেতারাও ছিলেন। পূর্ব আগরতলা থানার অভ্যন্তরে তাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।