দীপাবলী উৎসব উদযাপিত
- আপডেট সময় : ০৮:০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
হিন্দু ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা আজ। একই সঙ্গে উদযাপিত হচ্ছে দীপাবলী উৎসব।
দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দুদের কাছে শ্যামা..শান্তি, সংহতি ও সংগ্রামের প্রতীক। যশোরে তারা উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামা পূজা উদযাপন করছে। আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রয়েছে এ পূজায়। একইসঙ্গে সন্ধ্যায় মন্দির, মন্ডপ ও ঘরে-ঘরে দীপাবলী উদযাপনের জন্য প্রদীপ প্রজ্জ্বালন করা হবে।
প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরায় কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাতক্ষীরার সাতটি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মন্দিরে এক হাজারের বেশি কালী পূজা অনুষ্ঠিত হচ্ছে।