দীর্ঘ আট বছর পর বরগুনায় জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
দীর্ঘ আট বছর পর বরগুনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছে। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎস উদ্দীপনা সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের মাঝে। পদ প্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়েগেছে পুরো শহর।
বরগুনা সার্কিট হাউস ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সম্মলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম। সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।