দীর্ঘ খরা ও তীব্র তাপদাহের কারণে বাগান থেকে ঝরে পড়ছে আম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দীর্ঘ খরা ও তীব্র তাপদাহের কারণে বাগান থেকে ঝরে পড়ছে আম। বাড়ছে পোকামাড়রের উপদ্রব। এমন পরিস্থিতিতে অনেকটা দিশেহারা চাষীরা। তবে আম ঝরে পড়া ঠেকাতে বাগানে সেচে দেয়ার পরামর্শ দিচ্ছে ফল গবেষণা কেন্দ্র।
এ বছর আম গাছে মুকুল এসেছিল অন্তত ২০ ভাগ কম। এ কারণে রাজশাহীর অনেক বাগানেই আমের দেখা নেই। গজিয়েছে নতুন পাতা।তবে মুকুল থেকে যা আম ধরেছিল তাতেই সন্তুষ্ট ছিলেন চাষীরা। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ঝড়ে পড়ছে আম।
পরিস্থিতি মোকাবেলায় বাগানে সেচ দেয়ার পরামর্শ দিচ্ছে ফল গবেষণা কেন্দ্র।
তবে টানা তীব্র গরমের কারণে এবার কালবৈশাখীর কবলেও পড়তে পারে আম-এমনটি
আশঙ্কা করছে কৃষি বিভাগ।
রাজশাহী জেলায় এবার সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে বাগান রয়েছে।আর দু’লাখ ১৭ হাজার মে. টনের ফলনের আশা করা হচ্ছে।