দীর্ঘ প্রায় ৫০ বছর পর রোহিঙ্গাদের অধিকারের প্রশ্নে মাথা উচুঁ করে দাঁড়িয়েছিলেন মাস্টার মুহিবুল্লাহ
- আপডেট সময় : ০১:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রায় ৫০ বছর পর রোহিঙ্গাদের অধিকারের প্রশ্নে মাথা উচুঁ করে দাঁড়িয়েছিলেন মাস্টার মুহিবুল্লাহ। গত ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসীদের গুলিতে খুন হন এই রোহিঙ্গা নেতা। প্রত্যাবাসনের পক্ষে ভূমিকা রাখা সাহসী মানুষটির জন্য রোহিঙ্গাদের পাশাপাশি শোকাহত কক্সবাজারবাসীও। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পে এখনো অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে।
এভাবেই বিশ্ব নেতাদের সামনে মিয়ানমারের সামরিক জান্তা সরকার কর্তৃক নিজেদের উপর চালানো ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরতেন নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ।
শুধু রোহিঙ্গা শিবিরে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছিল তার নাম। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য দেবার জন্য ২০১৯ সালে আমন্ত্রিত হয়েছিলেন মুহিবুল্লাহ। সে সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতের জন্য হোয়াইট হাউসেও আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে।
পাশাপাশি বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নাগরিক অধিকার সরূপ নিরাপত্তার সাথে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে বিশ্ব নেতৃবৃন্দের জোরালো ভূমিকার আহবানও জানিয়েছিলেন তিনি। এতোসব উচ্চ মহলে যোগাযোগ থাকার পরও কেবলই রোহিঙ্গা জনগোষ্টির নিরাপদ প্রত্যাবাসনের কথাই বলে গেছেন মুহিবুল্লাহ। এদিকে, মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পজুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অতিরিক্ত সদস্য। উখিয়া থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহ’র ছোট ভাই হাবিবুল্লাহ।