দীর্ঘ মেয়াদে ফ্র্যঞ্চাইজি ফিরছে বিপিএলে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দীর্ঘ মেয়াদে ফ্র্যঞ্চাইজি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ…বিপিএলে। ৭ ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে আগামী তিন মৌসুম। তিন বছরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড.. বিসিবি।
বোর্ড সভা শেষে এ সব কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ২০২৩ এর ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ এর ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের পরবর্তী তিন আসর। বিপিএল ইস্যূ ছাড়াও শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালটেন্ট নিয়োগ এবং ঘরোয়া ক্রিকেটের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে সভায়। এদিকে, বোর্ড সভায় আলোচনা না হলেও, টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সময় কম থাকায় অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া কঠিন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।