দীর্ঘ ১৫ বছর পর কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত

- আপডেট সময় : ০৯:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪ রানে হেরে দীর্ঘ ১৫ বছর পর কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত ।
কেপটাউনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। শুরুতেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা ।কিন্তু, কুইন্টন ডি কক এবং রাসি ভ্যান ডে’র ডুসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ১৩০ বলে ১২৪ রান করেন ডি কক এবং ৫৯ বলে ৫২ করেন ভ্যান ডের ডুসেন। শেষের দিকে ডেভিড মিলারের ৩৮ বলে ৩৯ রানের উপর ভর করে ২৮৭ রানের শক্তিশালী পুঁজি পায় প্রোটিয়ারা। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। এরপর, শিখর ধাওয়ান এবং ভিরাট কোহলির ১১৬ রানের পার্টনারশিপের সুবাদে ম্যাচের নিয়ন্ত্রন নেয় সফরকারীরা। ৬১ তে শিখর ধাওয়ান ও ব্যক্তিগত ৬৫ রানে ভিরাট কোহলির উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। ৩৪ বলে ৫৪ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেও দলকে জয়ের দারপ্রান্তে নিয়ে গিয়েও হার এড়াতে পারেননি রাহুল চাহার।