দীর্ঘদিনের চাপা ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে
- আপডেট সময় : ০৫:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের অভিযোগ এনেছে নিজ দলের নেতা-কর্মীরা। দীর্ঘদিনের চাপা ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন সভা-সমাবেশ এবং সংবাদ সম্মেলন করেছে একাংশের নেতা-কর্মীরা। অভিযোগ অস্বীকারের পাশাপাশি সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন সভাপতি।
কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের কোন্দল এখন প্রকাশ্যে চলে এসেছে। সাংগঠনিক সম্পাদকের অভিযোগ, নেতা-কর্মীর বড় অংশকে বাদ দিয়ে দলীয় কর্মসূচি করা হয়। এক নির্বাহী সদস্যের অভিযোগ, ত্যাগী কর্মীদের বাদ দিয়ে হাইব্রিড লোক নিয়ে কমিটি করছেন তারা।
উপজেলা ছাত্রলীগ সভাপতি অভিযোগ করেন, বিএনপির সাথে আঁতাতের মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের জিম্মি করে রেখেছে সাধারন সম্পাদক। আর, মহিলা আওয়ামী লীগের আহবায়ক, দলীয় ও জাতীয় কর্মসূচী পালন না করার অভিযোগ আনেন, সভাপতি-সাধারন সম্পাদকের বিরুদ্ধে।
এসব অভিযোগ অস্বীকার করেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক। কোনো সমস্যা থাকলে দলীয় ফোরামে আলোচনার আহবান জানান সভাপতি। সংগঠনকে শক্তিশালী করতে, উপজেলায় ঐক্যবধ্য আওয়ামী লীগ চান নেতা-কর্মীরা।