দুঃশাসন সব সীমা ছাড়িয়ে গেছে বলেই আইন-শৃঙ্খলা বাহিনী বেপরোয়াঃ রিজভি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আওয়ামী সরকারের দুঃশাসন সব সীমা ছাড়িছে গেছে বলেই আইন-শৃঙ্খলা বাহিনী বেপরোয়া আচরণ শুরু করেছে। এ অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ‘৭১-এর আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন। নারায়ণগঞ্জের কথিত অপহরণ ও হত্যা মামলার ভিকটিম ফিরে আসায় আসামীদের স্বীকারুক্তির কথা উল্লেখ করে রিজভী বলেন, কিভাবে নিরীহ মানুষকে রিমান্ডে নিয়ে অপরাধী সাজানো হয়, তা আবারো প্রমানিত হলো। মেজর সিনহা হত্যাকান্ডের উল্লেখ করে তিনি আরো বলেন, সেনাবাহিনীর সদস্যদেরও ক্রশফায়ার দিতে—- পুলিশ ভয় পাচ্ছে না। এসময় জিয়া পরিবারকে নিয়ে সরকারের নানা অপকৌশলেরও সমালোচনা করে তিনি। রিজভী আরো বলেন, জনপ্রতিনিধি অধ্যাদেশের খসড়ায় রাজনৈতিক দলের নিবন্ধন ক্ষমতা সরকারের হাতে নেয়ার ষড়যন্ত্র চলছে।