দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিলো।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। তবে বেলা বাড়ার সাথে যানবাহনের সংখ্যা বাড়ছে বলেও জানান ওই কর্মকর্তা।