দুই ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বাংলামোটরের রাহাত টাওয়ারে ১১ তলা ভবনের আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দুই ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে বাংলামোটরের রাহাত টাওয়ারে ১১ তলা ভবনের আগুন। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় । শুরুতেই ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে দমকলবাহিনীর ৫ ইউনিট। পরে নিয়ন্ত্রণে আনতে না পেরে যোগ দেয় আরো ৬টি। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি ও হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। ভবনটিতে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ও যমুনা টিভির বুথ অফিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।ভবনটি উপরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।