দুই দশক অতিবাহিত হলেও অবকাঠামো উন্নয়ন হয়নি বাগেরহাটের বিসিক শিল্প নগরীতে
- আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
দুই দশক অতিবাহিত হলেও অবকাঠামো উন্নয়ন হয়নি বাগেরহাটের বিসিক শিল্প নগরীতে।রাস্তা ঘাটের বেহাল দশায় ব্যবসায়ীদের নিয়মিত দুর্ভোগের পাশাপাশি বাড়ছে পরিবহন খরচ। সুপেয় পানি ও ড্রেনেজ সমস্যা নিত্যদিনের।দ্রুত অবকাঠামো সংস্কারের দাবী ব্যবসায়ী নেতাদের। তবে বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপকের দাবি শিগ্রীই উন্নয়ন কাজ শুরু হবে।
গুরুত্বপূর্ণ এই শিল্প নগরীর প্রধান ফটকে ঢুকতেই চোখে পড়বে খানাখন্দে ভরা সড়ক। সামনের দিক এগুতেই দেখা মিলবে বেহাল দশার। নাজুক অবস্থার কারণে পায়ে হেটে চলার উপায় নেই বিসিকের রাস্তা দিয়ে। বারবার জানানোর পরও সমস্যা সমাধানের কোন দৃশ্যমান উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন দাবি করলেন বিসিক শিল্প নগরী মালিক সমিতির এই নেতার।
অবকাঠামো উন্নয়নের জন্য দরপত্র আহবান করা হয়েছে বলে জানান বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক। ১৯৯৬ সালে শহরের ভৈরব নদের পাশে প্রায় ২১একর জমির উপর ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী গড়ে তোলা হয়। এই শিল্প নগরীতে ১শ’২৩ টি প্লট রয়েছে।