দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- আপডেট সময় : ০৩:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে উষ্ণ অভ্যর্থণা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। দু’দিনের সফরে অকৃত্রিম এই বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রী বাণিজ্য, বিদ্যুৎ ও যোগাযোগ খাতে সহায়তা বাড়ানো বিষয়ে বাংলাদেশের সরকার প্রধানের সাথে আলোচনা করবেন।
শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই ফুল দিয়ে স্বাগত জানান তিনি। বর্ণাঢ্য রাষ্ট্রাচারে সামাজিক দূরত্ব মেনেই বন্ধুরাষ্ট্রের এই সরকার প্রধানকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। ২১ বার তোপধ্বনি শেষে রাষ্ট্রীয় সালাম জানাতে দেয়া হয় গান স্যালুট। যন্ত্রসংগীতে দু’দেশের জাতীয় সংগীত বাজিয়ে সম্মান জানানো হয় এই অতিথি রাষ্ট্রপ্রধানকে।
আপস…
এরপর মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান নরেন্দ্র মোদী। সেখানে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এ সময় চৌকস দল সামরিক কায়দায় সম্মান জানায়। এসময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। প্রথা অনুযায়ী একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরিদর্শন বইতে লেখেন, বাঙালির ত্যাগ ও সংগ্রামে অর্জিত স্বাধীনতার গৌরবগাঁথা আর বাংলার স্বাধীনতায় ভারতের অকৃত্রিম সমর্থন আর অকুন্ঠ সহযোগীতার বাণী।
আপস…
নরেন্দ্র মোদীর দু’দিনের সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে সংলাপ হবার কথা রয়েছে। বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব চিরন্তন অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।