দুই বাংলাদেশি যুবককে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
লালমনিরহাটের আদিতমারীর দুর্গাপুর ও নওগাঁর পোরশা সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
নিহতরা হলেন- লিটন ও আলামিন ।
জানা যায়, কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক লিটন নিহত হয়। পরে নিহতের মরদেহ নিয়ে যায় বিএসএফ। অপদিকে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন সঙ্গীদের নিয়ে গরু আনতে যায় আলামিন। গরু নিয়ে ফেরার পথে দাল্লা সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আলামিন। এরপর নিহতের মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ ব্যাপারে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেবেন বলেও জানান তিনি।