দুই বিষয়ের প্রশ্নপত্র আবারো ফাঁস হওয়ায় উচ্চতর গণিত ও জীববিজ্ঞান পরীক্ষা স্থগিত
- আপডেট সময় : ০৮:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দুই বিষয়ের প্রশ্নপত্র আবারো ফাঁস হওয়ায় উচ্চতর গণিত ও জীববিজ্ঞান পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এদিকে, গতকালের স্থগিত পরীক্ষার দিনতারিখ ঘোষণা করা হয়েছে। অক্টোবরে ১০ থেকে ১৩ এ কদিনে পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের। কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থগিত হওয়ার চার বিষয়ের পরীক্ষার তারিখ দিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। অক্টোবরের ১০, ১১, ১২ ও ১৩ তারিখে নেয়া হবে পরীক্ষা।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে বোর্ডের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। টির সদস্যরা হলেন কলেজ শাখার পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদার, উপপরীক্ষা নিয়ন্ত্রক হারুন অর রশিদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার উপপরিদর্শক আকতারুজ্জামান।
কুড়িগ্রামে এই চার বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বুধবার পরীক্ষা স্থগিত করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে আটক দুইজনের বিরুদ্ধে মামলা করা হয় রাতেই। মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতে নিয়ে রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
এজাহার ভুক্ত আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক রয়েছেন।