দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে জয় পেয়েছে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে জয় পেয়েছে ভারত। শ্বাসরুদ্ধকর ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।
ডাবলিনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঈশান কিশানের উইকেট হারিয়ে হোচট খায় ভারত।
তবে দ্বিতীয় উইকেটে সাঞ্জু স্যামসন ও দ্বিপাক হুডার ১৭৬ রানের জুটিতে ম্যাচে ফেরে সফরকারীরা।
সাঞ্জু স্যামসন ৭৭ করে ফিরে গেলেও টি-টুয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম শতক তুলে নেনে দ্বিপাক হুডা।শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে হারিয়ে ২২৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু পায় আয়ারল্যান্ড। তবে শেষ দিকে ৬ বলে ১৭ রানের সমীকরন মেলাতে পারেনি স্বাগতিকরা। উরমান মালিকের শেষ ওভারে ১৩ রান তুলে আয়ারল্যান্ড। ফলে ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো হার্দিক পান্ডিয়ার দল।