দুই রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা এবং ভূমিধসে অর্ধ শতাধিক মানুষের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য- আসাম ও মেঘালয়ে বন্যা এবং ভূমিধসে অর্ধ-শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
দেশটির কর্মকর্তারা জানান, বন্যায় এ দুই রাজ্যে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও প্রায় ৩০ লাখে পৌঁছেছে। আর উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছে। টানা বর্ষণে বন্যার কারণে এখন পর্যন্ত আসামে ৩০ ও মেঘালয়ে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ত্রিপুরায়ও ১০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বন্যার কারণে শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ১৯৪০ সালের পর চলতি জুন মাসে মেঘালয়ের মাওসিনরাম ও চেরাপুঞ্জিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।