দুই সিটি কর্পোরেশনের মশার উপদ্রব নিরসনে নানামুখী কার্যক্রমেও মিলছে না সুফল
- আপডেট সময় : ০৮:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। অতিষ্ট নগরবাসী। সন্ধ্যা কিংবা রাতে নয়; দিনের বেলাতেও মশার উৎপাত রাজধানীর বাসা-বাড়ীতে। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশন নানামুখী কার্যক্রম হাতে নিলেও মিলছে না সুফল।
মশার উৎপাত থেকে রেহাই পেতে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানোর দৃশ্য রাজধানীবাসীর জন্য নতুন কিছু নয়। তবে ঋতু পরিবর্তনের সাথে সাথে মশা বাহিনীর অসহনীয় আক্রমনে অতিষ্ট নগরবাসী। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন শহরের নিম্নআয়ের মানুষজনেরা।
শুধু বস্তিবাসী নয়, মশার আক্রমণ থেকে রেহাই নেই রাজধানীর সাহেব-বিবিদেরও। মশার উৎপাতে ত্যক্ত-বিরক্ত গুলশান, বনানী, উত্তরা, মিরপুরসহ অভিজাত এলাকার বাসিন্দারা।
মশার কামড়ে যখন দিশেহারা সাধারণ মানুষ। তখন জনপ্রতিনিধিদের মুখে আত্মতৃপ্তির ঢেকুর। তবে কোন কোন জনপ্রতিণিধি ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন ।
বিশ্লেষকরা বলছে প্রজনন মৌসুমে মশার বংশবিস্তার রোধ না করা গেলে দুর্ভোগের পাশাপাশি সামনের দিনগুলোতে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্যও।
নগর কর্তৃপক্ষ বলছে মশার উপদ্রব ঠেকতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে তারা। তবে রাজধানীর খাল ও নালাগুলো এখনো মশার বসতিমুক্ত না করতে পারায় উৎপাত ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।