দু’একদিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিলো আবহাওয়া অফিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
দু’একদিনের মধ্যে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিলো আবহাওয়া অফিস। তবে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলে এ সপ্তাহেই মাঝারি শৈত্যপ্রবাহ হবে। বুধবার ঢাকার আকাশে সূর্যের দেখা মিলেছে দুপুরের পরে। নেপাল থেকে হিমবাহের প্রভাবে হঠাৎ করেই সারাদেশে শীত ও ঘন কুয়াশা শুরু হয়েছে।
নেপাল থেকে ঘনকুয়াশা আড়াআড়িভাবে কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। এর প্রভাবে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকাতেও। বুধবার সকাল থেকে কুয়াশার চাদরে মোড়া রাজধানী ঢাকা।রাস্তাঘাটেও পোষাকী পরিবর্তন এসেছে। চাদর,সোয়েটার দিয়ে শীত ঢাকছেন অনেকে।
কুড়িগ্রামে প্রচন্ড শীত আর কুয়াশায় জনজীবন বিপযস্থ। একই অবস্থা উত্তরের অন্য জেলাগুলোতেও। আবহাওয়া অফিস বলছে, কয়কেদিনের মধ্যে রাজধানীতেও বাড়বে শীতের তীব্রতা। আগামি মাসের শুরুতে মাঝারি মানের শৈত্যপ্রবাহে বয়ে যাবে পুরো বাংলাদেশে।