দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী কারাগারে
- আপডেট সময় : ১০:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাড়তি দামে যন্ত্রপাতি কিনে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
২০১৪ সালে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের জন্য কয়েক গুন বেশি দামে চিকিৎসা সামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে দুর্নীতি দমন কমিশন। দীর্ঘ দিনের অনুসন্ধানে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাৎ করার তথ্য প্রমাণ পায় দুদক। ২০১৯ সালের ২৫ নভেম্বর চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তৎকালিন তত্মাবধায়ক ডা. সরফরাজ খান চৌধুরীসহ ৭ জনকে অভিযুক্ত করে মামলা করেন দুদকের সহকারী পরিচালক সিরাজুল হক। মহানগর দায়রা ও স্পেশাল জজ বেগম জেবুননেছার আদালতে আত্মসমর্পণ করে ওই মামলায় জামিন চান তিনি। শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।