দুদকের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ৩ বছরের কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সম্পদের তথ্য বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহাম্মাদ এ রায় দেন।
জ্ঞাত আয় বহির্ভূত ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের হিসাব চেয়ে ২০১৬ সালের ১৬ জুন নোটিশ দেয় দুদক। নির্ধারিত সময়ে সম্পদের তথ্য বিবরণী না দেওয়ায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা থানায় এই মামলা করা হয়। আসামীপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী জানান, রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। তাই উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন তিনি। এদিকে দুদকের আইনজীবী মাহবুব হাসান জানান, আসামীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হয়েছে।