দুদকের শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টকে চিঠি
- আপডেট সময় : ০২:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার কারণ খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে হাইকোর্টকে চিঠি দিয়েছেন ১০ আইনজীবী। সকালে আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের নেতৃত্বে দুদকের মামলা বিচারের এখতিয়ার সম্পন্ন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ চিঠি দেওয়া হয়েছে।
কেন শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে দুদকের কাছে সেই ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করা হয়েছে চিঠিতে। একইসঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশনা দিতে আদালতের আদেশ চাওয়া হয়েছে। আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এ চিঠি দেওয়া হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও চিঠি দেওয়া হয়েছে। শিশির মনির বলেন, হাইকোর্ট রুলস অনুযায়ী এ চিঠি দেয়ে হয়েছে। আদালত চাইলে এ চিঠি—আবেদন হিসেবে গ্রহণ করে যেকোনো আদেশ দিতে পারবেন।