দু’দিন পরে জানা যাবে ঘূর্ণিঝড় অশনি’র সঠিক গতিপথ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তবে এখনও এর গতিপথ ঠিক হয়নি।
আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় অশনি’তে রূপ নিতে পারে। আবহাওয়া অফিস আভাস দিয়েছে, এটি বছরের শক্তিশালী ঘুর্ণিঝড় হতে পারে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দেয়ায়, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেয়া হয়েছে। আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, লঘুচাপের পর ঘূর্ণিঝড়ের গতিপথ এখনো ঠিক হয়নি; তবে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে গতিপথ ঠিক হতে পারে। এটা বাংলাদেশ উপকূলে আঘাত হানবে কিনা তখনই তা বলা যাবে।