দু’দিনের ব্যবধানে রূপপুরে আরো এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দু’দিনের ব্যবধানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরো এক কর্মকর্তা মারা গেছেন। রুশ নাগরিক ভোরোটনিকভ আলেকজান্দ্রার মরদেহ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিদ্যুৎ প্রকল্পের বিদেশি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নির্মিত ‘গ্রিনসিটি আবাসিক এলাকায় বসবাস করতেন তিনি। গতকাল বিকেলে ফ্ল্যাটের এক সহকর্মী ভোরোটনিকভ আলেকজান্দ্রাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের খবর দেয়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃত ভোরোটনিকভ আলেকজান্দ্রা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ‘নিকিম অ্যাটোস্ট্রয়’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ৮ দিনে পাঁচ রুশ নাগরিকের মৃত্যু হলো।