দু’দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ব্রুনাইয়ের সুলতান
- আপডেট সময় : ০২:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকার পথে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া। দুপুর আড়াইটার দিকে ভিভিআইপি বিমানে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।দেয়া হবে লাল গালিচা সংবর্ধনা।
পরে সুসজ্জিত মোটর শোভাযাত্রায় সুলতানকে সাভার জাতীয় স্মৃতি সৌধে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে স্বাগত জানাবেন মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শোক বইয়ে স্বাক্ষর করবেন তিনি। সেখান থেকে সরাসরি যাবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সফরের দু’দিন তিনি এখানেই থাকবেন। বিকেলে সুলতানের সাথে সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সন্ধ্যায় অংশ নেবেন রাষ্ট্রীয় নৈশভোজে। সফরের দ্বিতীয় দিন ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এসময় উভয় দেশের মধ্যে বিমান চলাচল, জনশক্তি নিয়োগ এবং দু’দেশের নাবিকদের সনদ দেয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। বিকেলে সফর শেষে দেশে ফিরবেন সুলতান হাসানাল বলকিয়া।