দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮ লাখ ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৮:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি আট লাখ পাঁচ হাজার ৬০৯। এর মধ্যে সাত লাখ ৪৭ হাজার ২৪১ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে এক কোটি ৩৭ লাখ চার হাজার চার জন।
আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৬০ হাজার ৩০২। মৃত্যু হয়েছে এক লাখ ৬৯ হাজার ১৩১ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৭০ হাজার ৪৭৪। এর মধ্যে এক লাখ চার হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৯৫ হাজার ৪৭১। এর মধ্যে ৪৭ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৭৫৬। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।