দু’বছর পর ঈদুল ফিতর উদযাপনে প্রাণ ফিরেছে
- আপডেট সময় : ০৯:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
করোনার বিধিনিষেধ না থাকায়, দু’বছর পর ঈদুল ফিতর উদযাপনে প্রাণ ফিরে এসেছে। ঈদের ছুটির শেষ, জমে উঠেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো।
জাতীয় চিড়িয়াখানার ভেতরের দৃশ্য এটি। বাবা-মার কাছ একটু ছুটি পেয়েই আনন্দে নাচতে থাকে দুই বছরের ছোট্ট শিশু আফনান। আফনানকে দেখে ছুটে আসে সিয়াম নামের আরেক শিশু। ছোট তারিনও বাদ যায়নি আনন্দ উদযাপন থেকে। সবার মাঝেই ঈদ উৎসবের আমেজ।তবে, চিড়িয়াখানায় ঢুকতেই সবার চোখ আটকে যায় বানরের বাদরামিতে। শিশুদের সঙ্গে বড়রাও উপভোগ করে ডারউনের মতে পূর্বপুরুষের দুষ্টুমি।চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হলেও, শনিবারে অনেকটা নিস্তেজ ছিল বাঘ মামা। একই অবস্থা বনের রাজা সিংহেরও। এতে, হতাশ দর্শনার্থীরা।
অন্যদিকে, নগরবাসীর ঈদ আনন্দে বাধ সাধে বিকেলের বেরসিক বৃষ্টি। তবে, বৃষ্টি থামার সাথে সাথেই চিরচেনা রূপে ফেরে হাতিরঝিল।
ছবি তুলতে সবার প্রিয় স্থান, এখানকার হাতি চত্ত্বর। প্রানহীন দেহগুলোকে আকড়ে অনাবিল আনন্দে মাতে শিশুরা।শেষ বিকেলে সূর্যের মায়াবী আলোয় প্রিয়জনকে সঙ্গে নিয়ে, ঝিলে হুইল বোটে ঘোরার প্রিয় মুহুর্তটি ধরে রাখতে চলে সেল্ফিবাজীও।
ঈদকে ঘিরে নগরবাসীর এই আনন্দ পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে আশা করে সবাই।