দু’বছরের মধ্যেই করোনা ভাইরাস মহামারীর অবসান :ডব্লিউএইচও
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দু’বছরের মধ্যেই করোনা ভাইরাস মহামারীর অবসান হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
শুক্রবার জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ডব্লিউএইচও প্রধান জানান, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লুকেও পরাস্ত করতে দুই বছর লেগেছিল। প্রযুক্তির অগ্রগতির কারণে এখন তুলনামূলক ‘কম সময়ের মধ্যেই’ বিশ্ব করোনা ভাইরাসকে হটাতে সক্ষম হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মহামারী মোকাবেলায় ‘জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতির’ উপরও জোর দেন। ব্রিফিংয়ে গেব্রিয়েসুস বিভিন্ন দেশে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ- পিপিই ও মাস্ক কেনা নিয়ে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে, তা নিয়েও হতাশা ব্যক্ত করেন।