দু’মাসের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু করেছেন জেলেরা
- আপডেট সময় : ০১:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দু’মাসের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু করেছেন জেলেরা। কিন্তু, কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশ তারা। তবে, দু’মাস মাছ শিকার থেকে বিরত থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সরকারি প্রণোদনা পাননি তারা। বরং প্রভাবশালীদের ছত্রছায়ায় অনেকে নিষেধাজ্ঞার সময়ও অবৈধ জাল দিয়ে মাছ ধরেছে বলে অভিযোগ করেন জেলেরা।
গত এক মার্চ থেকে জাটকা রক্ষায় দু’মাসের জন্য নদী ও সাগরে মাছ ধরা এবং বিপনন নিষিদ্ধ করে সরকার। শুক্রবার রাত ১২টায় নিষেধাজ্ঞা ওঠার সাথে সাথে নদীতে নেমে পড়েন জেলেরা। কিন্তু, প্রত্যাশা অনুযায়ী মাছ না পেয়ে হতাশ হয়ে ঘাটে ফেরেন তারা।
এদিকে, আড়তদাররা মনে করে বেলা বাড়ার সাথে সাথে মাছের আমদানি বাড়বে। চাঁদপুরে প্রথম দিনে ইলিশের দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি দেখা গেছে। তবে, দক্ষিনাঞ্চলের মাছ ঘাটে আসা শুরু হলে দাম কমবে বলে জানায়, আড়তদাররা।
এদিকে, ভোলায় গত দু’মাস জেলেরা নৌকা তৈরি, মেরামত ও জাল বানিয়ে অলস সময় পার করেছে। তাদের দাবি, মাছ ধরা থেকে বিরত থাকলেও কোনো প্রণোদনা পায়নি তারা। বরং প্রভাবশালী নেতা ও প্রশাসনের ছত্রছায়ায় কিছু অসাধু জেলে ও ব্যবসায়ীরা চাপলি নামের কোটি কোটি ইলিশের বাচ্চা ধ্বংস করেছে।
দুই মাস মাছ শিকার বন্ধ থাকায়, আগামী মৌসুমে জেলেরা এর সুফল পাবে বলে আশা করে জেলা মৎস কর্মকর্তা। জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক লাখ ৪০ হাজার। তবে, এর বাইরে রয়েছে আরও অন্তত: দুই লাখ।