দুর্গা পুজায় সরকারী ছুটি তিনদিন করার দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে।
গেলো রাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলে এই সংঘর্ষ ঘটে। চবি প্রশাসন জানায়, ছাত্রলীগের নতুন কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিত নেতাকর্মীদের বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিলো। ৩/৪ দিন ধরে বিরোধ আরও বেড়ে যায়। এরই জেরে দুই পক্ষের নেতাকর্মীরা গতকাল সংঘর্ষে জড়ায়। আহত হয় ৪ জন। ঘটনা নিয়ন্ত্রণে আনেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। পাশাপাশি উভয় পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়া হয়।
চট্টগ্রামে দুর্গা পুজায় সরকারী ছুটি তিনদিন করাসহ দেশের সব মন্দিরে সরকারী খরচে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন হয়েছে।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসুচী পালন করে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। তাদের দাবি প্রতিবছর দুর্গাপুজার সময় সাম্প্রদায়িক গোষ্ঠী হীন রাজনৈতিক উদ্দেশ হিন্দু সম্প্রদায়ের মন্দির ও প্রতিমার ওপর হামলা চালিয়ে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা করে। কিন্তু সরকার এই গোষ্ঠীকে চিহ্নিত করাসহ বিচারের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করে না কখনো। তাই দেশের সব মন্দিরকে সরকারি খরচে সিসিটিভির আওতায় আনার দাবি জানান তারা। একই সাথে পূজায় সরকারী ছুটি ৩ দিন করার পাশাপাশি চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানায় হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন।