দুর্গাপূজায় জঙ্গি ও সাইবার হামলার আশঙ্কা ডিএমপির
- আপডেট সময় : ০৭:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
এবারের শারদীয় দুর্গোৎসবে জঙ্গী হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। বিকেলে ঢাকেরশরী মন্দির পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বলেন, পরিবার থেকে বিচ্ছিন্ন ৫০ জন জঙ্গিকে চিহ্নিত করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
শারদীয় দুর্গোৎসবের দুদিন আগে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মোহাম্মাদ শফিকুল ইসলাম।
পরিদর্শন শেষে তিনি জানান, এ বছর পূজাকে নিয়ে উদ্বেগ রয়েছে, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পুলিশ।
ডিএমপি কমিশনার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য , পুলিশ আনসার সহ পূজা উদযাপন কমিটি ২৪ ঘন্টা পাহারায় থাকবে।
রাজধনীর বড় পাঁচটি মন্দিরে পুলিশের সিসিটিভির আওতায় থাকবে পাশাপাশি অন্য মন্দির গুলোও পূজা উদযাপন কমিটির অধিনে সিসিটিভির আওতায় থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।