দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ বণিকের ৮ বছরের কারাদণ্ড
- আপডেট সময় : ০৭:২৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঘুষ গ্রহণ ও জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিককে ৮ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। এতে সন্তোষ জানান দুদকের আইনজীবী। তবে, উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে ২০১৯ এর ২৮ জুলাই জিজ্ঞাসাবাদ করা হয়। এর এক পর্যায়ে তার রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযানে যায় দুর্নীতি দমন কমিশন– দুদক। সে সময়ে তার বাসা থেকে উদ্ধার করা হয় ৮০ লাখ টাকা।
পরদিন ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে তার বিরুদ্ধে মামলা করে দুদক। একই বছরের ৪ নভেম্বর ১৪ জনকে সাক্ষী করে মামলাটির অভিযোগ গঠন করা হয়। এরপর শুরু হয় বিচার।
প্রায় দুই বছর ধরে মামলা চলে। ২৭ ডিসেম্বর পর্যন্ত সব যুক্তিতর্ক উপস্থাপন শেষে আলোচিত এ মামলার রায় ঘোষণার জন্য ৯ জানুয়ারি দিন ঠিক করেন বিচারক।
আসামীর বিরুদ্ধে আনা চারটি অভিযোগের মধ্যে দুটিতে খালাস পেলেও বাকি দুটিতে তিন ও পাঁচ বছর করে মোট ৮ বছর কারাদণ্ড দেয় আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।
তবে, উচ্চ আদালতে আপিলের কথা জানান আসামী পক্ষের আইনজীবী।
ভবিষ্যতে কারাগারে অনিয়ম ও দুর্নীতি বন্ধে বিশেষ পর্যবেক্ষণও দেয় আদালত।