দুর্নীতি করে জ্বালানী খাতের সর্বনাশ করেছে সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৪:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
বিদ্যুৎ উৎপাদন নামে জ্বালানী খাতকে ধ্বংস করেছে সরকার, হাজার হাজার কোটি কোটি টাকা লোপাট হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের বর্তমানে মরার উপর খরার ঘা লোডশেডিং। অসহনীয় অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ সরকারের পতন। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব অভিযোগ করেন তিনি।
জ্বালানি, গ্যসের দাম বৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশর আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
এতে যোগ দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের প্রতি অতিষ্ঠ। বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং এই অসহনীয় অবস্থার মুক্তি চায় জনগণ।
আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতি ও অর্থ লোপাটের মাধ্যমে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। দেশকে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছে বর্তমান সরকার। তাই শিগগিরই গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটানো হবে।
দেশকে বাঁচাতে দেশের মানুষের স্বার্থে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান মির্জা ফখরুল।
এই সরকার ক্ষমতায় থাকলে জনগণ কখনোই শান্তিতে থাকতে পারবে না বলেন মির্জা ফখরুল।