দুর্নীতিকে প্রশ্রয় দিতেই কালো টাকা সাদা করার সুযোগ: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৪৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বাজেট করে কোনো লাভ নেই উল্লেখ করে আগামী ৬ মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করার আহবান জানিয়েছে বিএনপি। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বাজেট ভাবনা তুলে ধরার সময় এ আহবান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও অভিঘাত থেকে উত্তরণে আগে জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি।
আগামী ৩ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করবে সরকার। আর এবারের বাজেট নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ২ হাজার ৮৮০ কোটি টাকা।এমন অবস্থায় শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির বাজেট ভাবনা তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিএনপি মহাসচিব বলেন, ২০২১-২২ অর্থবছরের বাজেট হওয়া উচিত ঝুকি মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনার বাজেট, জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার বাজেট।
করোনাকালে এতো বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয় মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন,অবাস্তবায়নযোগ্য, উচ্চাভিলাষী গতানুগতিক বাজেট পেশ করতে যাচ্ছে সরকার।দীর্ঘ দেড় ঘণ্টার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ২৮ পাতার বাজেট ভাবনা তুলে ধরেন। হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটেও কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে।