দুর্নীতির প্রমাণ জাতির সামনে উঠে আসার ভয়ে পরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনার উপর হামলা করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সরকারের দুর্নীতির প্রমাণ জাতির সামনে উঠে আসার ভয়ে পরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনার উপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাগর-রুনি হত্যা মামলার কোনো বিচার না হওয়া, ফটো সাংবাদিক শহিদুল ইসলামের মিথ্যা থেকে শুরু করে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরে ফখরুল আরো বলেন, সাংবাদিক নির্যাতন সরকারের পরিকল্পিত কাজ, যাতে কেউ জাতির সামনে সরকারের অন্যায় ও দূর্নীতি তুলে ধরতে ভয় পায়। সবখানে ভীতির পরিবেশ সৃষ্টি করে এভাবে দেশে একটা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে বলে জানান তিনি। এসময় রোজিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের পদত্যাগও দাবি করেন।