দুর্বিষহ হয়ে উঠছে বরগুনার ঘটখালি আবাসন প্রকল্পের ৮০ টি পরিবারের জীবনযাত্রা

- আপডেট সময় : ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দুর্বিষহ হয়ে উঠছে বরগুনার আমতলী উপজেলার ঘটখালি আবাসন প্রকল্পের ৮০ টি পরিবারের জীবনযাত্রা। যেকোন সময় ছাদ ভেঙে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তবুও জীবনের ঝুঁকি নিয়ে নিরুপায় বসবাস করছেন তারা । প্রশাসন বলছে, শিগগিরই এসব ঝুঁকিপূর্ণ আবাসন প্রকল্পগুলো চিহ্নিত করে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
বরগুনার আমতলী উপজেলা সদর থেকে পায়রা নদীর পাড় ধরে উত্তর দিকে ১০ কিলোমিটার পথ পেরুলেই ঘটখালী আবাসন প্রকল্প। বেরিবাঁধের বাইরে পায়রা নদীর তীরে ২০১২ সালে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ অনুদানে নির্মিত আবাসন প্রকল্পে পুনর্বাসিত করা হয় ৮০টি পরিবারকে। মাত্র ৭ বছরের ব্যবধানেই ঘরগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দেয়ালের পলেস্তরা খসে পড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। শুধু বর্ষা কালেই নয়,শীতের সময়ও কুয়াশা জমে ছাদ দিয়ে পানি পড়ছে ঘরের মধ্যে।
নেই কোন পয়নিষ্কাশনের ব্যবস্থা। ঘরগুলো নির্মাণের সময় ৮টি টিউবয়েল স্থাপন করা হলেও এখন সেগুলো অকেজো। সুপেয় পানির তীব্র সংকট ও নানা সমস্যায় দুর্বিষহ হয়ে উঠেছে এখানকার ৫ শতাধিক মানুষের জীবন। একাধিকবার উপজেলা সমন্বয় সভাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জানালেও কোন সুফল পাওয়া যায়নি বলে দাবি প্রকল্প সভাপতির। এদিকে, জেলা প্রশাসক জানালেন, প্রকল্পের ঘরগুলো মেরামতের পাশাপাশি নতুন ব্যারাক হাউজ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে।