দুর্বৃত্তের হামলায় আহত নাটোরে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ২৩৩৫ বার পড়া হয়েছে
নাটোরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সকালে শহরের আলাইপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করা হয়। একই সময় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের প্রধান অতিথি রাজশাহী সিটির সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৬ জন হামলার শিকার হয়ে আহত হন বলে জানিয়েছে জেলা বিএনপি।