দু’য়েক দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার : বাণিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আবারও বলেছেন দু’য়েক দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার। একইসাথে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে বলে জানান তিনি।
রংপুরে দুদিনের সফরে গিয়ে মন্ত্রী বলেন, ডলারের দাম বাড়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশ এখনো ভাল অবস্থানে রয়েছে। মন্ত্রী বলেন, চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তবে সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা চলছে।