দূষিত বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে
- আপডেট সময় : ১০:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
জেনে বুঝেই দিন দিন ধ্বংস করা হচ্ছে প্রকৃতির অনন্য দান- ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদকে। শহরের দূষিত বর্জ্য পরিশোধন না করেই ফেলা হচ্ছে এই নদটিতে। বাসাবাড়ির বর্জ্যের জায়গাও হচ্ছে নদটির তীরে। এতে একদিকে দূষিত হচ্ছে নদের পানি, অন্যদিকে চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। হুমকিতে পড়েছে জীব বৈচিত্র্য।
নাব্যতা হারিয়ে অনেক আগেই অস্তিত্ব সংকটে আছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। মৃত প্রায় এই নদটি এখন পড়েছে দূষণের কবলে। পরিশোধন ছাড়াই বড় বড় ড্রেন দিয়ে শহরের দূষিত বর্জ্য ফেলা হচ্ছে ব্রহ্মপুত্র নদে। এতে দূষিত পানি ছাড়াও প্লাস্টিকের বোতল, প্যাকেট, পলিথিন পড়ছে নদটিতে। নদের পাড়ে ফেলা হচ্ছে বাসাবাড়ি, হোটেল রেস্তোরাঁর ময়লা আবর্জনা।
নদটির দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সমন্বিত উদ্যাগে পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
সট : দিলরুবা আহমেদ, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ।
এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, বর্জ্য শোধন করে নদে ফেলার ব্যবস্থা নিতে সময় লাগবে।
ব্রহ্মপুত্র নদটিতে দূষণ মুক্ত পানি প্রবাহ ও জীব বৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপের বাস্তবায়ন দেখতে চায় ময়মনসিংহবাসী।