দেন-দরবার করেও সুবিধা করতে পারেননি তৈরি পোশাক ও বস্ত্রখাতের ব্যবসায়ীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
চলমান কঠোর বিধিনিষেধে কারখানা খোলা রাখার বিষয়ে সরকারের সঙ্গে দেন-দরবার করেও সুবিধা করতে পারেননি রপ্তানিমুখী তৈরি পোশাক ও বস্ত্রখাতের ব্যবসায়ী নেতারা।
সংক্রমণ কমাতে এবার সরকার কঠোর অবস্থান নিয়েছে। এতে আগামী ৫ আগস্ট পর্যন্ত বন্ধই থাকছে তৈরি পোশাক ও বস্ত্র কারখানা। ফলে করোনার সংক্রমণের এই উচ্চঝুঁকির মধ্যে শ্রমিকেরা নিজ নিজ অবস্থানে থাকার সুযোগ পাচ্ছেন। অবশ্য টানা দুই সপ্তাহ কারখানা বন্ধ থাকায় নানাভাবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করছেন পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা। অন্যদিকে, শ্রমিকনেতারা বলছেন, কারখানা বন্ধের অজুহাতে শ্রমিকের জুলাই মাসের বেতন কম দেয়ার সুযোগ খুঁজতে পারেন অনেক কারখানার মালিক। সে রকম কিছু ঘটলে সরকারের হস্তক্ষেপ লাগবে।