দেবদারুর ডাল পাতার ফাঁকে ফাঁকে পাখি আর পাখি
- আপডেট সময় : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
গোধূলি বেলা। কাজ শেষে ক্লান্ত মানুষের ঘরে ফেরার ব্যস্ততা। চারদিকের কোলাহল, যানবাহনের ভেঁপুর প্যাঁ পোঁ ঘরমুখী মানুষগুলোকে আরও ক্লান্ত করে তোলে। ঠিক তখনই এদিক-ওদিক থেকে ওড়াউড়ি করে চড়ুই পাখির ঝাঁক। শত ব্যস্ততার মাঝেও চড়ুইগুলোর এমন দৃশ্য এক পলক দেখার লোভ সামলাতে পারেন না পথচারীরা। এতেই প্রশান্তি আসে ক্লান্ত মানুষগুলোর মনে।
যশোহরে ভৈরব নদীর ঘোপ এলাকায় বেশ কয়েকটি দেবদারু। ডাল-পাতার ফাঁকে ফাঁকে পাখি আর পাখি। সামনের ডিশ এবং ইন্টারনেট লাইনের তারের উপর ঝাঁকে ঝাঁকে চড়ুই। তাদের আশ্রয়স্থল সেই দেবদারু। কিচিরমিচির শব্দে মুখর গোটা এলাকা। পাখিদের দুষ্টুমিতে মোটেও অতিষ্ঠ নন এলাকাবাসী। পাখিরা যাতে নিরাপদে থাকে সে দাবী পাখিপ্রেমীদের। যশোর শহরের ব্যাটারিপট্টি, ফায়ারসার্ভিসের মোড়সহ অন্তত ৫ জায়গায় চড়ুই পাখিদের অভয়ারণ্য। প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগে এলাকার অনেকেই সন্ধ্যায় ভিড় করেন সেখানে।