দেবী আবাহনের মধ্য দিয়ে সারাদেশে শারদীয় দূর্গাপুজার আনুষ্ঠানিকতা শুরু
- আপডেট সময় : ০৭:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
আজ শুভ মহালয়া। চণ্ডিপাঠে দুর্গতিনাশিনীকে পৃথিবীতে আবাহনের দিন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার ক্ষণগণনা শুরু। দেশের বিভিন্ন স্থানে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া উপলক্ষে চট্টগ্রামের মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠ, চক্ষুদানসহ নানান ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছে।
দেবী আবাহনের মধ্য দিয়ে সকালে ময়মনসিংহে দুর্গাবাড়ি নাট মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজার শুভ সুচনা হয়েছে।
বরিশাল নগরীর স্বরোডের রাধা গোবিন্দ নিবাস মন্দিরে মহালয়া উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৬ টায় প্রদীপ প্রজ্জ্বলন ও উলুধ্বনীর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। পরে মহিষা সুরমর্দিনী নাটিকা উপস্থাপন করা হয়।
দিনাজপুরের ১৩টি উপজেলার ১২শ’ ৬৪ দূর্গা মন্ডপে চণ্ডীপাঠ ও দেবীর বন্দনা মন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হয় দূর্গাপূজার ক্ষণগনণা।
সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে চন্ডী পাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু করে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ।