দেশ রক্ষায় সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান
- আপডেট সময় : ০৭:৩০:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বহিঃশত্রুর আক্রমণ হতে দেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদার পররাষ্ট্রনীতি অনুসরণ করা বাংলাদেশ কখনো যুদ্ধ নয়; শান্তির পক্ষে অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পরিষদ ২০২১-এর প্রথম পর্বে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, নিজ অর্থায়নে সফলভাবে পদ্মাসেতু নির্মাণ- বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে।
রোববার সকালে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ প্রথম পর্ব ২০২১-এ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনী সদর দপ্তরে এ আয়োজনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষার্থে নিজেদের মেধা ও দেশপ্রেম নিয়ে চৌকশ বাহিনী হিসেবে কাজ করতে নৌ ও বিমান বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দক্ষদের পদোন্নতি দেওয়ার আহ্বান জানিয়ে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে যারা দেশপ্রেম ও সাহসিকতা নিয়ে বাহিনী পরিচালনা করবে তাদেরকেই নির্বাচিত করা উচিত।
বৈশ্বিক ও অভ্যন্তরীন ষড়যন্ত্র মোকাবিলা করে নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মান বাংলাদেশের স্কখমতার প্রমাণ।
তিন বাহিনীকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।