দেশকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় গড়ে তোলা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দেশকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তাঁর সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যোদ্ধারা তার সৃষ্টিতে উজ্জীবিত হতেন, যা স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। এর আগে জাতীয় কবির সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।