দেশজুড়ে চলছে মাস্কের পক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- আপডেট সময় : ০৫:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সোচ্চার জেলা প্রশাসন। দেশজুড়ে চলছে মাস্কের পক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আজো কুড়িগ্রাম, মাগুরা, বরিশাল, গোপালগঞ্জ ও বগুড়ায় করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে চলে কর্মসূচি।
করোনা প্রতিরোধে কুড়িগ্রামে দ্বিতীয়দিনের মত মাস্ক পড়া বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্কহীন পথচারীদের জরিমানা গুনতে হয়।
করোনার দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে বরিশালের অভিযানে ৬২ জনকে ১১ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। এ সময় মাস্ক বিতরন এবং সচেতনতামূলক লিফলেট ও প্ল্যাকার্ড বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত।
গোপালগঞ্জের মুকসুদপুরে জনসাধারণের মাস্ক পড়া নিশ্চিত করতে পরিচালিত অভিযানে অনেককে মাস্ক পরিয়ে দেয়া হয় এবং স্বাস্থ্য বিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
আসন্ন শীতে করোনা মহামারীর ব্যাপকতা রোধে দিনাজপুরে প্রচার-প্রচারণাসহ মাষ্ক বিতরণ করছে বিভিন্ন সংগঠন। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে এই বিষয়ে শহরের ব্যাপক মাইকিং করা হচ্ছে। শহরের অলিতে-গলিতে চলছে প্রচার-প্রচারনা। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চালাচ্ছে প্রচারনা।
করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে বগুড়ায় ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে জেলা প্রশাসন। এসময় বক্তারা বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে আরো বেশি সতর্ক হওয়ার আহবান জানান।