দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠায় গণআন্দোলন গড়ে তোলার আহবান ডা. জাফরুল্লাহর
- আপডেট সময় : ০৭:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দিল্লীমুখী এককেন্দ্রিক সরকার কখনো মানুষের মুক্তি আনতে পারবে না বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মওলানা ভাসানী স্মরণে যৌথ সমাবেশে তিনি একথা বলেন। এসময় বর্তমান সরকার ভারতের আজ্ঞাবহ উল্লেখ করে ভাসানীর আদর্শে দিল্লীর আগ্রাসন-বিরোধী দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠায় দূর্বার গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।
ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ, রাষ্ট্রচিন্তা ও গণসংহতি আন্দোলনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানী স্মরণে এ যৌথ সমাবেশ।
এতে অংশ নিয়ে বক্তারা, দেশ ধীরে ধীরে সংঘাত ও নৈরাজ্যের দিকে যাচ্ছে উল্লেখ করে বর্তমান সরকারকে একটি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের আহবান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার ভারতের আজ্ঞাবহ। এমন দিল্লীকেন্দ্রিক সরকার কখনো মানুষের মুক্তি আনতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
এই সমাবেশ গণতান্ত্রিক দেশ গঠনে নতুন মাত্রা নিয়ে আসবে জানিয়ে, গণ-আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।