দেশে আর নির্বাচন-নির্বাচন খেলা খেলতে দেয়া হবেনা : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
দেশে আর নির্বাচন-নির্বাচন খেলা খেলতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব।
নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে পরবর্তী নির্বাচনের দাবিতে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করে বিএনপি।
এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। এসময়, তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব তুলে ধরেন তারা।
সভায় নেতারা দাবি করেন, ২০০১ এর ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিয়েছে বিএনপি। এরপর দেশে আর অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আগামী জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না বলে আবারো হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।
প্রধান নির্বাচন কমিশনারের সমালোচনা করে তিনি বলেন, বিদায়ের সময় হয়েছে বলেই এখন নীতিকথা বলতে শুরু করেছেন সিইসি।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে, তাতে বিএনপি অংশ নেবেনা বলে আবারও জানান মির্জা ফখরুল।