দেশে ঋণখেলাপির সংখ্যা তিন লাখ ৩৫ হাজার: অর্থমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বর্তমানে দেশে ঋণখেলাপির সংখ্যা তিন লাখ ৩৫ হাজার বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
সকালে সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এছাড়া সংসদ সদস্য শহীদুজ্জমান সরকারের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, গ্রামীণফোন, রবি, সিটিসেল ও রাষ্ট্রয়াত্ব টেলিটক লিমিটেডের কাছে বিটিআরসি’র ১৩ হাজার ২২ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ অধিবেশনে দিনের কার্যক্রম। এতে সরকারের অনুমোদন নিয়ে ট্রাভেল এজেন্সিগুলোর মালিকানা হস্তান্তর এবং দেশ-বিদেশে শাখা খোলার সুযোগ দিয়ে পাস হয় বাংলাদেশ ট্রাভেল এজেন্সি বিল-২০২০। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বিলটি উত্থাপনের পর কণ্ঠভোটে পাস হয়।