দেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
দেশে একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগনের উন্নয়ন হয়েছে। কিন্তু ৭৫ পরবর্তী শাসকদের লক্ষ্য ছিল লুটপাট করে তাদের নিজেদের সম্পদ বাড়ানো। প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প দুই এর আওতায় ৫৩ হাজার ৩৪০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
একটি চাবিই বদলে দিয়েছে এসব প্রান্তিক জনগনের ভাগ্য। মাথার উপর স্থায়ী একটা আচ্ছাদন আর জমি, নিঃস্ব মানুষকে সমাজে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে। গরিব-অসহায় মানুষের মধ্যে যাদের জমি আছে, কিন্তু ঘর তৈরির সামর্থ্য নেই তারা বিনামূল্যে ঘর পাচ্ছে। আর যাদের জমিটুকুও নেই তাদের দুটোই দেওয়া হচ্ছে বিনা খরচেই ।
সারাদেশে এই বিশাল কর্মযজ্ঞে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সুবিধাভোগীদের সাথে সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষকে স্থায়ী ঠিকানা গড়ে দিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।
জনগনের জীবনমান বদলে দিতে শিক্ষাসহ সব মৌলিক চাহিদা পূরণ করা হবে হবে বলে আবারো অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে অতীমারী করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা ও সুরক্ষাবিধি মেনে চলতে আবারো আহ্বান জানান, প্রধানমন্ত্রী। পরে দেশের বিভিন্ন প্রান্তিক উপজেলার সুবিধাভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।