দেশে একদিনে রেকর্ডসংখ্যক ৫০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত
- আপডেট সময় : ০৫:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
দেশে একদিনে রেকর্ডসংখ্যক ৫০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩১ জনে। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, যে ৪ জনের মৃত্যু হয়েছে তারা সবাই পুরুষ এবং রাজধানী ঢাকার বাসিন্দা।
ক্রমেই বেড়ে চলেছে দেশে করোনা রোগীর সংখ্যা। এই প্রথম ২৪ ঘণ্টার শনাক্ত রোগীর সংখ্যা পাচ শ ছাড়ালো। আর আক্রান্তের সংখ্যাও দাঁড়োলো প্রায় ৪ হাজার সাতশ’ জনে।
নিয়মিত অনলাই ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক তুলে ধরেন শুক্রবার দুপুর অব্দি ২৪ ঘণ্টার মৃত ও শনাক্তের তথ্যাদি।
মারা যাওয়া চার জনই ঢাকার অধিবাসী। তবে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায় হলেও করোনার হটস্পট নারায়ণগঞ্জ বলে জানান তিনি।
রমজানে তারাবীহ নামাজসহ অন্য নামাজ আদায়ে মুসল্লিদের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মানার আহ্বান জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৩ হাজার ৬৯৬ জন আছেন জানিয়ে, করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে বাড়িতে থাকতে অনুরোধ জানান অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।